সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
দারুণ এক অভিজ্ঞতা, বলে বোঝানো যাবে না : সিয়াম | চ্যানেল খুলনা

দারুণ এক অভিজ্ঞতা, বলে বোঝানো যাবে না : সিয়াম

সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন সিয়াম আহমেদ। সম্প্রতি একটি মুঠোফোন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। এ ছাড়াও তিনি ব্যস্ত আছেন চলচ্চিত্রের কাজ নিয়ে। সম্প্রতি অংশ নিয়েছেন দুটি বিজ্ঞাপনে।

শুটিংয়ে ফেরা প্রসঙ্গে দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘করোনার পর বিজ্ঞাপন দিয়ে শুটিং শুরু করলাম। ভালোই লেগেছে কাজগুলো করে। তবে বেশ সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কাজগুলো করতে হয়েছে। বিরতির পর ফিরে শুটিংয়ের সেই আগের আনন্দটা পাইনি। কেমন জানি মনে হয়েছে, আনন্দটা কেড়ে নিয়েছে করোনা।’

শুনলাম, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের কাজও শুরু করতে যাচ্ছেন? উত্তরে সিয়াম বলেন, ‘হ্যা, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই ছবির কাজ শুরু হবে। এবার এর শুটিং হবে ঢাকায় সদরঘাটে। অল্প কিছুদিনের কাজ বাকি আছে। আশা করি, এই লটেই ছবির কাজটি শেষ হয়ে যাবে।’

লঞ্চে শুটিং করার অভিজ্ঞতা জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘মুহম্মদ জাফর ইকবালের “রাতুলের রাত রাতুলের দিন” উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন” ছবিটি। উপন্যাসটি পড়েই মনে হয়েছিল এটি ভিন্ন একটি কাজ হতে চলেছে। ঠিক তাই হয়েছে। ১২০ জনের একটি দল নিয়ে টানা ২৫ দিন লঞ্চ ভ্রমন। সেখানেই থাকা, খাওয়া, শুটিং সবই। দারুণ এক অভিজ্ঞতা, বলে বোঝানো যাবে না। আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি।’
‘এমন স্থানে শুটিং করেছি, ঠিকমত মোবাইল নেটওয়ার্কও ছিল না। রাত হলে লঞ্চটি তীরের কাছাকাছি রাখা হতো। লঞ্চে থেকে দেখা বাইরের পরিবেশটাও ছিল অন্যরকম। এবার আবারও সেই অভিজ্ঞতা নিতে যাচ্ছি। যতদুর শুনেছি, সেপ্টেম্বরের ২ তারিখ থেকে ছবির শুটিং শুরু হবে। এবার টানা ৮-১০ দিনের মতো কাজ করতে হবে,’ যোগ করেন সিয়াম।

তিনি আরও বলেন, ‘সবাইকে অনুরোধ করবো “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন” দেখার। আমরা কিভাবে শুটিং করেছি, কোথায় কোথায় শুটিং করেছি আর নদীর মাঝখানে শুটিং’র কিছুটা হলেও দর্শক আঁচ করতে পারবে।’

সবশেষে সিয়াম-পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ কবে মুক্তি পাচ্ছে জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘বিশ্বসুন্দরী’র মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করবেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আমি যেটুকু জানি, করোনা পরিস্থিতির কারণে এর মুক্তি আটকে আছে।’

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

সন্ত্রাসীদের হামলার শিকার দিতিকন্যা লামিয়া, চাইলেন সাহায্য

নামাজি জীবনসঙ্গী খুঁজছেন অভিনেত্রী আইশা খান

রোজার ভাত খাওয়া নিয়ে চটলেন লেখিকা

সমালোচনায় কান দিই না: দীঘি

প্লিজ ভিডিও কইরেন না: কেয়া পায়েল

দেবের পরবর্তী ছবিতেও ইধিকা পাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।