কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের সেবা মঙ্গলবার বন্ধ থাকবে। ভারতের ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের পাঠানো বার্তার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
গত ১৯ জুলাই থেকে চলাচল বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেসের চলাচল ৬ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ২১ জুলাই থেকে বন্ধ রয়েছে কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেসের চলাচল।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা জোরদার
শেখ হাসিনার পদত্যাগ ও বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপটে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, হাইকমিশনের বাইরে এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।