সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুই কাউন্সিলর প্রার্থীসহ আওয়ামীলীগ নেতাকে জরিমানা | চ্যানেল খুলনা

খুলনা সিটি নির্বাচন

দুই কাউন্সিলর প্রার্থীসহ আওয়ামীলীগ নেতাকে জরিমানা

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থী ও এক আওয়ামীলীগ নেতাকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (০২ জুন) বিকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের পিপলস জুট মিল মাঠ ও নিউজপ্রিন্ট গেট সংলগ্ন বিআইডিসি রোড এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্ত্তী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

দুই প্রার্থী হলেন, আবুল কালাম আজাদকে (ব্যাডমিন্টন র‌্যাকেট) ৫ হাজার টাকা, নিয়ামুল ইসলাম খালেদকে (টিফিন ক্যারিয়ার) ৩ হাজার টাকা এবং ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক খোকনকে ২হাজার টাকা মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, অনুমতি না নিয়ে মিছিল সহকারে শোডাউন দেওয়ার কারণে এই জরিমানা করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্ত্তী বলেন, আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার সময়ে এবং মিছিলের প্রস্তুতিকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী এবং নির্বাচনী আচরণবিধি বহির্ভূত প্রচারণা কার্যক্রম করায় ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আচরণবিধি প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ কাউন্সিলর পদে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের ২ জন কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

কেসিসির অভিযান: অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়

খুলনায় যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা

খুলনায় গণঅধিকার পরিষদের নির্বাচিতদের শপথ

নগরীর অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

খুলনায় শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন একাডেমিক কোচিং সেন্টার বন্ধ থাকবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।