সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
দু’টি লাটাই বেচার অপেক্ষায় ! | চ্যানেল খুলনা

দু’টি লাটাই বেচার অপেক্ষায় !

রিয়াদ হোসেন :: সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। ফুটপাতে বসে আছেন বৃদ্ধ হরিপদ বাগচী (৯০)। অপেক্ষায় আছেন কখন দু’টি লাটাই বিক্রি হয়। অনেকে বলছেন, লাটাই কত? তবে বলেই উত্তর না শুনে তারা চলে যাচ্ছেন নিজ গন্তব্যে। আবার অনেকে লকডাউনে বাড়িতে থাকা ছেলে মেয়ের জন্য লাটাই দরাদাম করছেন। কিনেও নিয়ে যাচ্ছেন তারা।

রুপসার রাজাপুর গ্রামের বৃদ্ধ হরিপদ লাটাই বিক্রি করেই কিনে নিয়ে যাবেন চাল ডাল। তা দিয়েই হবে তার রাতের খাওয়া দাওয়া। প্রতিদিন সকাল ১০ টায় ব্যাগে করে কিছু লাটাই নিয়ে আসেন খুলনা শহরে। শহরের সদর থানার সামনে বসেই বিক্রি করেন নিজ হাতে বানানো ঘুড়ি উড়ানোর উপকরন এই লাটাই। কোন দিন চারটা আবার কোনদিন পাঁচটা লাটাই বিক্রি হয় তার। কখনও ১২০ টাকা আবার কখনও ১০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করেন এটি। তবে ধনী পরিবারের কেউ এলে একটু দাম দিয়েই কিনে নিয়ে যায় তারা। এমনটা বলছিলেন হরিপদ বাগচী।

তিনি আরো বলেন, ‘লাটাই এ বছর ভালো বিক্রি হয়নি। গতবছর লকডাউনের সময় আরো দামে বিক্রি করেছি। এটি বিক্রি করে বেশকিছু টাকা লাভ হয়৷ তবে পরিমানে অল্প বিক্রি করায় বেশি টাকা হয় না।যে টাকা হয় তা দিয়েই আমার সংসার চলে।পরিবারে ছোট ছেলেটা কাঠমিস্ত্রীর কাজ করে। সবমিলে ছেলে, নাতি, বৌ নিয়েই আমি সুখী আছি৷ আমার কোন দুঃখ নেই’।

পাশে থাকা ছবেদা বিক্রেতা জব্বার শেখ বলেন, ‘লোকটা বেশ সাদাসিধে মানুষ। প্রায় প্রতিদিন এসে আমার পাশে বসে লাটাই বিক্রি করে। কখনও দিনে তিনটা আবার চারটাও বিক্রি করে।দুপুরের সময় দেখি কিছু ভাজাপোড়া আর কেক বিস্কুট এনে খায়।লোকটা বসে মনে মনে গান গায়।দেখে মনে হয় সে সুখী মানুষ ’।

https://channelkhulna.tv/

বিশেষ প্রতিবেদন আরও সংবাদ

পাইকগাছায় কপোতাক্ষের ভাঙ্গনে ৪ গ্রাম বিলিনের পথে

২০ বছরেও শুরু হয়নি শিবসা নদী খননের কাজ: অবৈধ দখল ও গোচারণ ভুমিতে পরিণত

ঘুরে দাঁড়ানোর আশায় জীবনের ঝুঁকি নিয়ে জেলেদের সুমদ্র যাত্রা

মন্নুজান প্রতিমন্ত্রী হওয়ার পর ভাই, ভাতিজিরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গড়ে তুলেছেন অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য

বিল ডাকাতিয়া পানির নীচে, মাছ চাষীদের সর্বনাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।