নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ বলেছেন, অসা¤প্রদায়িক বাংলাদেশে সা¤প্রদায়িক আস্ফালন মেনে নেওয়া হবে না। বাংলার হিন্দু মুসলিম খ্রীস্টান ও বৌদ্ধ সকলেই ভাই ভাই। দীর্ঘ সময়ধরে সৌহার্দ্য স¤প্রীতির সাথে বসবাস করছি আমরা। কিছু কুচক্রী মহল এই স¤প্রীতি নষ্ট করতে চায়, এদের ব্যাপারে আমাদের সকলকে যার যার স্থান থেকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজার নবমীতে নগরীর মন্দির পরিদর্শন কালে তিনি এই কথা বলেন।
এ সময় তিনি নগর যুবলীগের সকল নেতৃবৃন্দদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কোন কুচক্রীমহল সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করতে চাইলে তাদের কঠোর হাতে প্রতিহত করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগের নেতা, কামরুল মনি, আব্দুল কাদের শেখ, এ্যাড আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, সওকত হোসেন,অভিজিৎ চক্রবর্তী দেবু, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈই বাপ্পি, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, নগর ছাত্রলীগের সহ সভাপতি রনবীর বাড়ই সজল, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, এম এ হোসেন সবুজ, বায়োজিদ সিনহা, সৈকত কুমার দাস, ১৯ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসান শেখ, ২৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুম উর রশিদ, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি রায়, ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাজু, যুবলীগ নেতা মুরাদ আহমেদ, এস এম সাঈদুজ্জামান,সাগর মজুমদার,শেখ রাসেলসহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ নিম্ম আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও নতুন পোশাক বিতরণ করেন।