সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দেশের দ্বিতীয় বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু | চ্যানেল খুলনা

দেশের দ্বিতীয় বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু

দেশের মোট চাহিদার শতকরা ১০ ভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে যোগানের লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। সম্প্রতি মানিকগঞ্জ জেলায় ৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র ‘স্পেক্ট্রা সোলার পার্ক’ কার্যক্রম শুরু করেছে।

বিদ্যুৎকেন্দ্রের ১৩২ একর জুড়ে ১৩৭৫২০টি প্যানেল বসানো হয়েছে যার প্রতিটিতে ১২টি করে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করার ইনভার্টার রয়েছে। প্রতিটি ইনভার্টার ৩.১২৫ মেগাওয়াট শক্তিসম্পন্ন।

বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ‘স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ ও চীনের হংকংভিত্তিক ‘শুনফেং ইনভেস্টমেন্ট লিমিটেড’ যৌথভাবে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে। এ কেন্দ্র থেকে মানিকগঞ্জ জেলায় গ্রিড সংযোজন দেওয়া হয়েছে।

সৌরবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জার্মান উন্নয়ন ঋণদাতা (কেএফডব্লিউ) ও এশিয়ার বেসরকারি ক্ষেত্রভিত্তিক উন্নয়নের ক্যানাডিয়ান জলবায়ু তহবিল। শীঘ্রই বানিজ্যিকভাবে এ প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে তারা আশা করছেন। সরকারিভাবেও ১১ টাকা কিলোওয়াট দরে ২০ বছর সৌরবিদ্যুৎ কেনা হবে।

২০২০ সালের জুন মাসে স্পেক্ট্রা সোলার পার্ক জেভির সাথে ১৭.৭ মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তিতে সই করেছিল এডিবি। এটি বহুপাক্ষিক প্রতিষ্ঠানের অর্থায়নে চালু হওয়া প্রথম বেসরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র।

চায়নার সানগ্রো পাওয়ার কোম্পনি এ কেন্দ্রের যাবতীয় প্রকৌশলগত নির্মাণের দায়িত্বে ছিলো। সানগ্রোর বাংলাদেশ কান্ট্রিহেড ইমরান চৌধুরী জানান, দেশে প্রথমবারের মতো এ প্রজেক্টে উচ্চমাত্রায় কার্যক্ষম কেন্দ্রীয় ইনভার্টার ব্যবহার করা হয়েছে।

এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে ময়মনসিংহে দেশের বৃহত্তম সৌর কেন্দ্র নির্মাণ করা হয়। ৫০ মেগাওয়াট ক্ষমতার এ কেন্দ্র থেকে ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এছাড়া সিরাজগঞ্জে ৭.৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কেন্দ্র গ্রিড সংযোজনের অপেক্ষায় আছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

আয়নাঘরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না: জিয়াউল আহসান

সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

আরও ১৯ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার

আমার সঙ্গে ছবি দেখিয়ে সুপারিশ করলে পাত্তা দেবেন না: সারজিস

১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা

উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ সারজিস আলমের, যা বললেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।