চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, এ দেশের প্রতিটি গ্রামকে শহরের আদলে গড়ে তোলা হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শেখ হাসিনা সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। এ কারনে নির্বাচনের প্রতিশ্র“তি মোতাবেক দেশের শিক্ষাখাতসহ সকল স্তরে নতুন ভবন নির্মাণ অব্যাহত রয়েছে।
এমপি গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলার শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড.এম এম মুজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, তেরখাদা উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল আলম, রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাৎ হোসেন মুক্তি, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন ও উপজেলা সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।
প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা মোল্লা আরিফুর রহমান, সহকারী অধ্যাপক আল মামুন সরকার, গোপাল চন্দ্র মন্ডল, আঃ গফুর খান, ইউপি চেয়ারম্যান সাধন কুমার অধিকারী, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, এস এম আসাদুজ্জামান নূর, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বিশ্বাস, চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, শারাফাৎ হোসেন, সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবির প্যারিস প্রমুখ। পরে এমপি সালাম মূর্শেদী শিয়ালী এসজিসি টেকনিক্যাল কলেজে বৃক্ষরোপণ করেন। এ আগে সকালে তিনি রূপসা উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।