চ্যানেল খুলনা ডেস্কঃ দেশে এক দিনে রেকর্ড ৮৮৭ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৫৭ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২২৮ জন হল। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন, এ নিয়ে মোট ২ হাজার ৬৫০ জন সুস্থ হলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা রবিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত এক দিনে যে ১৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী।
নারীদের মধ্যে একজনের বয়স ছিল ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, একজনের ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, আর ৬১-৭০ বছর বয়সী ছিলেন দুই জন। আর পুরুষদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন এবং একজনের বয়স ছিল ৯১ থেকে ১০০ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আইসোলেশনে নেওয়া হয়েছে ১৬৯ জনকে, বর্তমানে আইসোলেশনে আছেন ২ হাজার ১১৫ জন।
সারাদেশে মোট ৩৬টি ল্যাবে গত এক দিনে ৫ হাজার ৭৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে বুলেটিনে জানানো হয়।
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে এবং রোগীদের চিকিৎসা সেবা দিতে করোনাভাইরাস পরীক্ষায় আরও ১৬টি ল্যাব ও ৪০টি বুথ স্থাপন করা হবে হলে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া তিনি জানান, সপ্তাহ খানেকের মধ্যেই রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে করোনারোগী ভর্তি শুরু হবে। রবিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে হাসপাতালটি করোনা চিকিৎসার জন্য উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলো যাতে রোগীদের কোভিড-১৯ সার্টিফিকেট দেয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। হলি ফ্যামিলির চিকিৎসকরা সরকারি চিকিৎসকদের মতোই প্রণোদনা ও সুবিধা পাবেন।
বসুন্ধরার কোভিড হাসপাতালটি আগামী সপ্তাহে চালু হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিগগিরই করোনাভাইরাস পরীক্ষার জন্য আরও ১৬টি ল্যাব ও বিভিন্ন স্থানে ৪০টি বুথ স্থাপন প্রক্রিয়া চলছে। এসব জায়গায় করোনা সংক্রমিত রোগ নির্ণয় ও রোগীদের সেবা প্রদান করা হবে।