সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কোনো উদ্বেগ দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল খুলনা

দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কোনো উদ্বেগ দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদ সংক্রান্ত কোনো সমস্যা উত্থিত হয়নি। জঙ্গিবাদ নিয়ে কোনো উদ্বেগ নেই। রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারাসহ বিভিন্ন থানায় ‍বুধবার ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ সব কথা বলেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জঙ্গিবাদের উত্থান নিয়ে আশঙ্কার কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন পত্রিকা কী বলে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে দেশে জঙ্গি বাদ নিয়ে কোনো উদ্বেগ দেখছি না।

তিনি বলেন, ৫ আগস্টের পর প্রথমে সরকার ছিল না, তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন সবাই একত্রে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই উন্নতি অব্যাহত থাকবে।

তিনি বলেন, এজহারে অনেকের নাম এসেছে, তবে এমন অনেকেই রয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং সে সময় বিদেশে ছিলেন। আমরা প্রপার তদন্ত করছি এবং নির্দোষ কোনও ব্যক্তিকে সাজা দেওয়া হবে না।

তিনি আরও জানান, এটা যাতে না হয় তাই সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। শুধু থানার তদন্ত নয় এটার জন্য আলাদা কমিটিও করা হয়েছে। যেন কোনোভাবেই নিরীহ লোকজন সাজা না পায়। কোনোভাবেই কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি: এক লাখ ৮০ হাজার জনের নাম চূড়ান্ত

তরুণদের উদ্যোক্তা হতে যেসব পরামর্শ দিলেন ড. ইউনূস

নারী সাংবাদিককে হেনস্তা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

এক ফ্রেমে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস

বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।