বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দেশে যাওয়ার প্রয়োজন হলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতে ব্যাপকভাবে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানায় দেশটির সঙ্গে থেকে সোমবার (২৬ এপ্রিল) ১৪ দিনের জন্য বাংলাদেশ সীমান্ত বন্ধের ঘোষণা দেওয়ায় ভারতীয় হাইকমিশন থেকে এ পরামর্শ দেওয়া হয়েছে।
এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ‘বাংলাদেশি কর্তৃপক্ষ সিদ্ধান্তটি আমাদের জানিয়েছে। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দেশে যাওয়ার প্রয়োজন হলে তাদের সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।’
এতে জানানো হয়, ‘এ ধরনের পরিস্থিতিতে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আমরা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি। এমন সময়ে ভারতীয়দের কারও দেশে যাওয়ার প্রয়োজন হলে তারা হাইকমিশনের cons1.dhaka@mea.gov.in এবং cons.dhaka@mea.gov.in- এই দুটি ই-মেইলে অস্থায়ী ভ্রমণ পরিকল্পনা পাঠাতে পারেন।’
ই-মেইলে ভারতীয় নাগরিকদের নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর, ই-মেইল এড্রেস, বাংলাদেশে যোগাযোগ নম্বর, গমনস্থল (বেনাপোল-আখাউড়া) এবং যাত্রার তারিখ উল্লেখ করে দিতে বলা হয়েছে।