দ্রব্যমূল্যের উর্ধগতিতে এ দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তেল,গ্যাস ও বিদ্যুতের দাম লাগামহীনভাবে বাড়ছে। এ সরকারের প্রতি মানুষ আস্থাহীন হয়ে পড়েছে। পদ্মাসেতু থেকে খালেদা জিয়াকে ফেলে দেয়ার বক্তব্যটি খুবই দুঃখজনক।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রয়াত বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মোজাম্মেল হোসেন খান ও ছাত্রদল নেতা মানিক হোসেন এর পিতার কবর জিয়ারতকালে তিনি এ কথা বলেন।
সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব মোজ্জাফর হোসেন আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদ, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন পঞ্চায়েত, ছাত্রদল নেতা রাসেল ফকির সহ মোরেলগঞ্জ-শরণখোলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।