সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার | চ্যানেল খুলনা

ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

সুনামগঞ্জের ছাতকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শফিকুর রহমান (৪৪) নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শফিকুর রহমান সিলেটের গোয়াইনঘাট উপজেলার বানীগ্রামের মৃত আবদুল বারির ছেলে ও ছাতক ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদের ইমাম। তিনি ওই মসজিদে পরিচালিত ইত্তেহাদুল কুররা বাংলাদেশের একজন সহকারী শিক্ষকও।

জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতকের ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন শফিকুর রহমান। চলতি রমজানে ওই মসজিদে ইত্তেহাদুল কুররার অধীনে কেরাত প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়। তিনি ওই কেন্দ্রের একজন সহকারী শিক্ষক।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম রমজান থেকে মসজিদে ইত্তেহাদুল কুররার প্রশিক্ষণ কেন্দ্রে এক কিশোরী ভর্তি হন। এরপর থেকে শফিকুরের নজর পড়ে ওই কিশোরীর দিকে। একপর্যায়ে ৬ মার্চ দুপুর ১টার দিকে অন্য শিক্ষার্থীরা বাড়িতে চলে গেলে কৌশলে ওই কিশোরীকে মসজিদের হুজরাখানায় নিয়ে ধর্ষণ করেন শফিকুর।

এ ঘটনা কাউকে না বলতে কিশোরীকে ভয় দেখিয়ে প্রথমদিন বিদায় দেন শফিকুর। পরে ৮ মার্চ দুপুরে আবারও ধর্ষণ করেন ওই ইমাম। এবার বিষয়টি কিশোরী তার পরিবারকে জানায়।

থানায় অভিযোগের পর রোববার মসজিদ এলাকা থেকে শফিকুরকে গ্রেফতার করা হয়।

ছাতক থানার ওসি মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন। তিনি বলেন, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ওই কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালাল স্বামী

ক্যামেরা দেখে সাংবাদিকদের ওপর হামলা করলেন সাবেক পুলিশ সুপার

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে শিশু চুরি

হেলিকপ্টারে নিজ গ্রামে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা

ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

গর্ভবতী নারীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।