চ্যানেল খুলনা ডেস্কঃযশোরের ঝিকরগাছা উপজেলায় আমন ধান সংগ্রহের জন্য ওয়ার্ড পর্যায়ে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। এতে ১ হাজার ৯৮৩ জন কৃষক সরকারি গুদামে সরাসরি ধান বিক্রয়ের জন্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে লটারি ড্র অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন—উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, গদখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা, খাদ্য নিয়ন্ত্রক সন্দ্বীপ কুমার পাল, খাদ্যগুদাম কর্মকর্তা প্রবোদ কুমার পাল, কৃষক প্রতিনিধি আলী হোসেন প্রমুখ।
উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় লটারিতে নির্বাচিত ১ হাজার ৯৮৩ জন কৃষকের কাছ থেকে এক হাজার ৯৮৩ মেট্রিক টন আমন ধান সরকারি মূল্যে ক্রয় করা হবে।