উন্নয়ন সংগঠন পরিত্রাণ আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে সেবা সম্পর্কিত কমিউনিটি স্কোর কার্ড বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডা: রওগন আরা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা’র অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহযোগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক ডাঃ আনোয়ারুল আজিম এবং সম্মনিত অতিথি ছিলেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস। সভায় বিশেষ অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট ডাঃ এসএম সামছুল আহসান মাসুম, সহকারি পরিচালক মোঃ রাশেদুল বশির খান, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, দৈনিক খুলনার সিনিয়র রিপোর্টার আসাফুর রহমান কাজলসহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এসময় এ কেন্দ্রে সেবা নিতে আসা সকল কিশোর, কিশোরীদের প্রতি আরো যতœশীল হয়ে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আহবান জানানো হয়।