বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসেরের পূণ্য ভূমি খুলনায় মিলন মেলা ও সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী গল্লামারীর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশেনের ব্যবস্থাপনায় ও জেলা মৎস্য অফিসের সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত কুমার অধিকারী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার। সম্মানিত অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর সরোজ কুমার মিস্ত্রি, গ্লোবাল খুলনার চেয়ারম্যান শাহ মামুনুর রশীদ তুহিন ও ডুমুরিয়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক। সভাপতিত্ব করেন ফোয়াব সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। সঞ্চালনা করেন খুলনা আর্ট একাডেমির পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ১১ সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত সফল উদ্যোক্তারা হচ্ছে বটিয়াঘাটার মালতী গাইন, রুনা লায়লা, রূপসার ইয়াসমিন, দিঘলিয়ার মোছা: তাসকিরা বেগম, পাইকগাছার ইন্দ্রা আলী, ডুমুরিয়ার নারগিস বেগম, সুচরিতা বিশ্বাস, শিউলী মন্ডল, লক্ষ্মী মন্ডল, মুক্তা বিশ্বাস ও জান্নাতুল ফেরদৌস।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোয়াবের সাংগঠনিক সম্পাদক শেখ শাকিল হোসেন, সহ-সভাপতি লস্কর মনিরুজ্জামান, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক রাইসুল কবীর দিপু, বিশ্বজিৎ, সাফায়েত শাওন, বুলুরানী মন্ডল, বাহাদুর শেখ, মো: মুজিবর রহমান, মো: হারুন আকন, উজ্জ্বল বিশ্বাস, মহিদুল ইসলাম, মাস্টার শহিদুল ইসলাম, প্রীতিষ চন্দ্র মন্ডলসহ উপজেলার মৎস্য চাষীরা ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।