নগরীর বাস্তহারা কোলনীর ৯নং রোডের বাসিন্দা মৃত মোঃ ফরিদ ভূইয়ার ৪৮৬নং প্লটের ঘরে ৬ ফেব্রুয়ারী রবিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পবিরারের ছোট ভাই মোঃ আব্দুল করিম ভূইয়া জানান, আমার বড়ভাবি গত ১০/১২ আগে তার জামাই বাড়ী রুপসা নদীর ওপার বেড়াতে যাওয়ার সুবাদে উপরোক্ত ঘরে আমার ভাগ্নে ঘুমায়ে আসছিল।
ঘটনার দিন গভীর রাতে ঘরের মাঝের রুমে ভাগ্নের ঘুম ভেঙে গেলে দেখতে পারে ঘরের চারিপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় তার আত্মচিকিৎসারে আশপাশের স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্ঠা চালায়। আগুন প্রায় একঘন্টার মতো জ্বলতে থাকে। তাৎক্ষনিক আগুনের ঘটনার ব্যাপারে ফায়ার সার্ভিসকে খরব দিলে তারা ঘটনাস্থলে পৌচ্ছে আগেই আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ভয়াবহ আগুনের ঘটনায় ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ধারণা প্রায় ৭/৮ লক্ষ টাকার মালামালের ক্ষতি হতে পারে।
এ ব্যাপারে খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিদুজ্জামান জানান, আগুন সংগঠিত ঘটনার খরব পাওয়া মাত্রই তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌচ্ছায় এবং আগুনের নির্বাপনের জন্য সরংজ্ঞামাদী প্রস্তুত করা আগেই স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। তবে ধারণা কর হচ্ছে শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটেছে।