চ্যানেল খুলনা ডেস্কঃকেসিসি ও খুলনা জেলা প্রশাসন কর্তৃক ময়ূর নদী ও ভৈরব নদীসহ ২৬টি খাল দখল মুক্ত করার লক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতি সংহতি, নদী-খাল পুনঃখনন এবং ময়ূর নদীতে ওয়াটার বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে খুলনার পরিবেশবাদী ১০টি সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার বিকেল ৪টায় ময়ূর নদী সংলগ্ন গল্লামারী ব্রিজ এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জলবায়ু বিপর্যয়রোধে উপকূলবাসীর আন্দোলন খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক এড. শামীমা সুলতানা শিলু। সঞ্চালনা করেন সদস্য সচিব এস এম ইকবাল হোসেন বিপ্লব।
বক্তৃতা করেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক তপন কুমার রায়, শেখ মফিদুল শরিফুল ইসলাম সেলিম, মোঃ হাছিবুর রহমান হাছিব, মাহবুব আলম বাদশা, এম এ কাশেম, শেখ মোঃ নাসির উদ্দিন এস এম সোহেল ইসহাক, হামিদা খানম, ইশরাত আরা হীরা,বাহালুল আলম, এসএমএ রহিম, এম মোস্তফা কামাল, আছমা পারভীন, কামাল মনির, তাহিয়া খাতুন, রওশন আরা, আঃ আহাদ, ইন্দিরা ভট্টাচার্য, মোঃ ফিরোজ আলী প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইয়েস গ্র“পের সদস্যরা অংশ নেয়।
বক্তারা কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেনকে বক্তারা ধন্যবাদ জানান। সাথে সাথে নদী রক্ষায় ভূমিদস্যু ও দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের বিচার দাবি করেন। এদের কারনে নিরহ মানুষ তাদের সারা জীবনের সঞ্চয়ের শেষ সম্বল টুকু হারান।