চ্যানেল খুলনা ডেস্কঃ এবার নায়িকা খোঁজার মিশনে নেমেছেন অভিনেতা আখম হাসান। রাজীব মণি দাসের রচনা এবং ইমতিয়াজ মেহেদী হাসান ও সফিউল বি জিতুর যৌথ পরিচালনায় ‘নায়িকার সন্ধানে’ নাটকে তাকে এই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
নাটকটি সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে। আ খ ম হাসানের পাশাপাশি নাটকটিতে আরও অভিনয় করেছেন মৌ মারমা, শফিউল আজম পিন্টু, নুসরাত লিয়া, মেহেদী হাসান জনি, ডালিম ঢালী, সানজিয়া মুন, আসাদুজ্জামান শান, জান্নাত, অনু, মিলা, কেয়া, অরণ্য শোয়েব।
নাটক এবং নিজের চরিত্র সম্পর্কে আখম হাসান বলেন, একটি চমৎকার কনসেপ্টে নাটকটি নির্মাণ করা হয়েছে। এটি আমাদের মিডিয়া জগতেরই গল্প। আমি এখানে একজন ডিরেক্টরের চরিত্রে অভিনয় করেছি। দর্শকরা কাজটি দেখে খুশি হবেন।
নির্মাতা ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, অনেকেরই মিডিয়া জগত নিয়ে কৌতূহল থাকে। থাকে নায়িকা খোঁজা বা সিলেকশন নিয়েও নানা প্রশ্ন। মিডিয়ার সেই বাস্তব গল্প অবলম্বনে এবং দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ‘নায়িকার সন্ধানে’ নাটকটি নির্মাণের চেষ্টা করেছি। এখন ভালো-মন্দের ভার দর্শকদের হাতে।