নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পারিবারিক সমস্যা কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। এছাড়া নেয়া হয়েছে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে।
পারিবারিক কারণে জিম্বাবুয়ে সফর থেকে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। সবকিছু স্বাভাবিক হলেও অস্ট্রেলিয়ার দেয়া বায়ো বাবল শর্তের কারণে দলে ফিরতে পারেননি তারা।
অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন এই ব্যাটসম্যান। কিন্তু অজিদের বিপক্ষে বাড়তি ক্রিকেটার রাখতে দলে রাখা হয় মিঠুনকে। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজের বাকি সবাইকেই রাখা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষেও।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মো. সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।