টুইটারে ব্যক্তিগত অ্যাকাউন্ট চিরতরে বন্ধ হলেও দমে যাননি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং দ্বিগুণ উৎসাহে তার হুঙ্কার, এ বার নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম গড়ে তুলবেন।
ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকের হামলার পর টুইটারে একাধিক উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন ট্রাম্প।
সরকারি টুইটার অ্যাকাউন্টেই জো বাইডেনের নির্বাচনে জয়ের কৃতিত্বকে খাটো করে হামলাকারীদের ‘মহান দেশপ্রেমিক’ বলে আখ্যা দেন তিনি।
সেই সঙ্গে হামলাকারীদের উদ্দেশে তার টুইট, ‘আমরা নিশ্চুপ থাকব না’। এ ঘটনায় প্রথমে সাময়িক বন্ধের পর ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারে আজীবন নিষেধাজ্ঞা জারি করে টুইটার।
টুইটারের নিষিদ্ধ করা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি, টুইটার মুক্ত-স্বাধীন মতপ্রকাশ নিষিদ্ধ করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়েছে।
নিজস্ব প্ল্যাটফর্মের বিষয়ে শিগগিরই ঘোষণা নিয়ে আসবেন জানিয়ে ট্রাম্প বলেন, আমরা অদূর ভবিষ্যতে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির সম্ভাবনাগুলো খতিয়ে দেখছি। আমরা নীরব থাকব না।
শুক্রবার এক বিবৃতিতে টুইটার বলেছে, সহিংসতায় উসকানি দেয়ার আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল আট কোটি ৮০ লাখ। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে বুধবার ট্রাম্প সমর্থক উগ্র শ্বেতাঙ্গ দাঙ্গাবাজদের নজিরবিহীন হামলার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছিল।
টুইটার প্ল্যাটফরম ব্যবহার করে ওই দাঙ্গাবাজদের উদ্দেশে ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের পর তারা ক্যাপিটল ভবনে হামলা চালায় এবং এর ফলে এক নারী ও এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।
টুইটার এক টুইটে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট (@realDonaldTrump) থেকে দেওয়া সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার পর অ্যাকাউন্টটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে।