সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
‘নিজের সন্তান দত্তক দিয়ে অন্যের শিশু চুরি’ | চ্যানেল খুলনা

‘নিজের সন্তান দত্তক দিয়ে অন্যের শিশু চুরি’

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া দুই মাসের শিশু তাইয়েবাকে আট দিন পর উদ্ধার করেছে পুলিশ। নিজের সন্তান দত্তক দিয়ে স্বামীর নির্যাতন সইতে না পেরে অন্যের সন্তান চুরি করেন অভিযুক্ত গৃহবধূ শাকিলা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে তথ্যটি নিশ্চিত করেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রামের ট্রাকচালক সাইদুলের স্ত্রী শাকিলা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই শিশুটি চুরি করেন।

হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্য এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে পুলিশ, ডিএসবি, ডিবি ও পুলিশের স্পেশাল টিমের সমন্বয়ে সাত দিনব্যাপী পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

একপর্যায়ে বুধবার গভির রাতে পুলিশ বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকা থেকে শাকিলাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। এ সময় শিশু তাইয়েবাকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

অভিযুক্ত শাকিলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিশু তাইয়েবার মা সীমা বেগম ও বাবা তফিজ উদ্দিন।

শাকিলা বলেন, জন্মের দুই বছর পর তার মা মারা যান। সৎমায়ের সংসারে কষ্টে মানুষ হন তিনি। ছোটবেলায় সিংড়ার বিলদহর গ্রামের আশরাফুলের সঙ্গে তার বিয়ে দেন। সেখানে তার এক কন্যাসন্তানের জন্ম হয়। স্বামীর নির্যাতনের কারণে ট্রাকচালক সাইদুলের সঙ্গে প্রেমের সম্পর্কের একপর্যায়ে তাকে বিয়ে করেন।

সাইদুলের ঘরে মাস দুয়েক আগে একটি কন্যাসন্তানের জন্ম হয়। সেই সময় স্বামী তাকে ভরণপোষণ না দেয়ায় অভাবী শাকিলা নিঃসন্তান গাক এনজিওকর্মী মঞ্জুর হোসেনের স্ত্রী রীনা বেগমের কাছে কোর্টের মাধ্যমে শিশুটিকে দত্তক দেন।

কিছু দিন পর স্বামী সাইদুল দত্তক দেয়া সন্তানকে ফিরে পেতে তার ওপর নির্যাতন শুরু করেন।

এ কারণে তিনি যেকোনোভাবেই একটি শিশু সংগ্রহের সিদ্ধান্ত নেন। তারই পরিপ্রেক্ষিতে ওই দিন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কৌশলে শিশু তাইয়েবাকে চুরি করেন।

নিজের সন্তান দত্তক দিয়ে স্বামীর নির্যাতন সইতে না পেরে অন্যের সন্তান চুরি করেন বলে তিনি জানান।

গুরুদাসপুর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের তফিজ উদ্দিনের স্ত্রী সীমা বেগম ২৩ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। সেখান থেকে তার দুই মাসের শিশু তাইয়েবা চুরি হয়। এ ঘটনায় শিশুটির বাবা তফিজ উদ্দিন থানায় মামলা করেন। আট দিন পর বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।

অভিযুক্ত শাকিলাকে বৃহস্পতিবার নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

ঢাবি শিক্ষকদের হেনস্তার পর ধাওয়া দিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক মাহমুদুল

পশ্চিম সেওতায় পাঁচ যুগের সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।