পদত্যাগ করছেন যুক্তেরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের টুইটারে এই তথ্য প্রকাশ করেন।
আগামী ১০ জানুয়ারি তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ২৩ ডিসেম্বর তিনি অফিস ছাড়বেন বলে জানানো হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের সাথে ডোনাল্ড ট্রাম্পের বহুদিনের মিত্রতা, তবে সম্পর্কে চিড় ধরে নভেম্বরের নির্বাচনকে উইলিয়াম বার বৈধ বলে রায় দিলে।
এছাড়াও জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের কর ফাঁকির তদন্তের বিষয় প্রকাশ না করায় তার উপর ক্ষিপ্ত হন ট্রাম্প।
তবে তিক্ততা ভুলে তার বিদায়ে অভিবাদন জানিয়েছেন ট্রাম্প। টুইটারে লিখেন ‘হোয়াইট হাউসে অ্যাটর্নি জেনারেল বারের সাথে খুব সুন্দর একটা বৈঠক হয়েছে। আমাদের সম্পর্কটা খুব ভালো ছিল এবং অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি অসামান্য কাজ করেছেন! চিঠি অনুসারে, বার তার পরিবারের সাথে ছুটি কাটাতে বড়দিনের ঠিক আগে পদত্যাগ করবেন।