সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
নেতা-কর্মীদের কথাবার্তায় সতর্ক হতে বললেন ওবায়দুল কাদের | চ্যানেল খুলনা

নেতা-কর্মীদের কথাবার্তায় সতর্ক হতে বললেন ওবায়দুল কাদের

বিভিন্ন নির্বাচনী প্রচার ও দলীয় কার্যক্রমে বক্তব্য দেয়ার সময় সতর্ক থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কথাবার্তায় দলের শৃঙ্খলার বিষয়টি মাথায় রাখার কথাও বলেন তিনি।

নওগাঁর পোরশা উপজেলার সম্মেলনে সোমবার (২২ মার্চ) ভার্চুয়ালি যুক্ত হয়ে কাদের বলেন, কারও ব্যক্তিগত অনিয়মের দায় দল বহন করবে না।

তিনি বলেন, বিভিন্ন নির্বাচনি প্রচার ও দলীয় কার্যক্রমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। খেয়ালখুশিমতো কথা বলা এবং অরাজনৈতিক বক্তব্য দলের ও সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে।

এ সময় কাদের আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা শেষে দলের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।

শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। শৃঙ্খলা না মানলে যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোন না কেন, দল কাউকে ছাড় দিবে না।

দলের বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী কর্মীদের মূল্যায়নের তাগিদ দেন কাদের। তিনি বলেন, ‘বিতর্কিত ব্যক্তি ও বসন্তের কোকিলদের দলে আনা যাবে না।

‘দলের দুঃসময়ে এদের কেউ পাশে থাকবে না। পক্ষান্তরে ত্যাগীরাই দলকে আঁকড়ে ধরে থাকবে।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় কমিটির নেয়া কর্মসূচির সঙ্গে সমন্বয় করে ঘোষিত দলীয় কর্মসূচি পালন করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই পুরো জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পারছে।

স্বাধীনতাকে অর্থবহ করতে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। আর তাদের উসকানি ও পৃষ্ঠপোষকতা করছে বিএনপি।

আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। এখনও বাতাসে ষড়যন্ত্রের গন্ধ শোনা যাচ্ছে। এখনও কালনাগিনীর বিষাক্ত ছোবল ও উগ্র-সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ যখন বিদেশি সরকারপ্রধানদের প্রশংসায় ভাসছে, তখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় নির্লজ্জ মিথ্যাচারে নেমেছে বিএনপি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান কাদের।

তিনি বলেন, ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা মেনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

খুলনা মহানগর বিএনপির দুই দিনের কর্মসুচি গ্রহন

তালায় বিএনপির মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে : পরওয়ার

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারব না: ফখরুল

১৫ ফেব্রুয়ারির মধ্যে খুলনা মহানগর বিএনপির সম্মেলন সম্পন্নের সিদ্ধান্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।