বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পন্যের গুনগতমান যাচাই সংক্রান্ত “বিএসটিআই আইন, ২০১৮” অনুযায়ী নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
এ মোবাইল কোর্ট অভিযানে নড়াইল সদরের রুপগঞ্জ বাজারের মেসার্স অয়ন কসমেটিকস নামে একটি দোকানে নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রয় করে মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এসময় সকল নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন খুলনা বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো: আলী আকবর সোহেল। জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।