সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
নড়াইলে ১১ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদী তীরের স্থায়ী বাঁধ নির্মাণে অনিয়ম! | চ্যানেল খুলনা

নড়াইলে ১১ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদী তীরের স্থায়ী বাঁধ নির্মাণে অনিয়ম!

চ্যানেল খুলনা ডেস্কঃনড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে ১১কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণে দীর্ঘসূত্রিতা ও অনিয়মের অভিযোগ তদন্তে দুদকের টীম ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।

দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন যশোরের উপ-পরিচালক নাজমুছসাদাতের নেতৃত্ব একটি টীম রবিবার (২৪ নভেম্বর) বিকালে টীমের সদস্যবৃন্দ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ঘাঘা এলাকার দুটি পয়েন্টে ১১ কোটি ৮৮হাজার ৯শ ৯৭ টাকা ব্যয়ে ৪১০মিটার নদীর তীর সংরক্ষণের কাজ চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। কিন্তুএখন পর্যন্ত মাত্র ৩০% কাজ শেষ হওয়ায় তদন্ত টীম অসন্তোষ প্রকাশ করেন। এসময় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থরা কাজের ধীরগতির কারনে ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনকালে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াজেদ আলী চাকলাদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান সহ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

গত ১৪/০১/২০১৯ তারিখে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর তীরে ৪১০ মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, যা কার্যাদেশ অনুযায়ী ২০১৯ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু টিম জানতে পারে, মেয়াদ উত্তীর্ণ হবার ৫ মাস অতিবাহিত মাত্র ২৭% কাজ সম্পন্ন হয়েছে এবং এ বাবদ প্রায় ৩ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে। ইতোমধ্যে গত বর্ষা মৌসুমে উক্ত এলাকায় নদী ভাঙ্গনে প্রায় ১৫০-২০০টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ড, নড়াইল কর্তৃপক্ষের ব্যাপক গাফিলতি রয়েছে মর্মে দুদক টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযানকারী টিম।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

নতুন নিয়ম, সর্বোচ্চ তিনবার দেওয়া যাবে বিসিএস পরীক্ষা

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

দুর্গা প্রতিমা ভাঙচুর, কলেজ ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামে উত্তেজনাকর পরিস্থিতির বর্ণনা দিল আইএসপিআর

পাইকগাছায় বাঁধ ভেঙে প্লাবিত ১৩ গ্রাম

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।