গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে ৪ মার্চ কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মহানগরীর থানা থানায় পদযাত্রা কর্মসুচি সফল করায়
খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুলনা বিএনপি।
রবিবার (৫ মার্চ) মহানগর মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন খুলনা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সর্বস্তরের নেতা-কর্মীরা পরিশ্রম করে এই পদযাত্রা সফল করেছেন।
বিএনপিকে জনগণের দল উল্লেখ করে বিবৃতিদাতারা চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে খুলনা বিএনপির কর্মসুচিতে সাধারণ মানুষ অংশগ্রহন করে কর্মসুচিকে সফল করেছেন। এ জন্য বিএনপি খুলনাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। পদযাত্রা কর্মসুচিতে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে খুলনার মাটি বিএনপির ঘাঁটি। খুলনাবাসী প্রমাণ করে দিয়েছেন, তাঁরা আর এই ফ্যাসিস্ট
সরকারকে ক্ষমতায় দেখতে চান না। আগামী দিনে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে খুলনাবাসী বিএনপির সঙ্গে থাকবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।