তথ্যবিবরণী -খুলনায় পরিবেশ ও সামাজিক সুরক্ষা এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের নিয়ে আজ (মঙ্গলবার) খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা এবং লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। এসময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সরকার এবং উন্নয়ন সংস্থার নেয়া বিভিন্ন প্রকল্পগুলো বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের ভূমিকা গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গ্রামের মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারি নির্দেশনা পালনে সচেতন করতেও চেয়ারম্যান ও সচিবদের এগিয়ে আসতে হবে। এই সংকটকালীন সময়ে জরুরি প্রয়োজনে পরষ্পরের সাথে দ্রুত যোগাযোগের জন্য তিনি সকলকে তথ্য-প্রযুক্তির মাধ্যমগুলো ব্যবহারের পরামর্শ দেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের খুলনা জেলা সমন্বয়ক শ্যামল রায় এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।
পরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন চেয়ারম্যান ও সচিবদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিরতণ করেন।