চ্যানেল খুলনা ডেস্কঃ পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬৬ প্রার্থী।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার শেষ দিন। এদিন বিকেল ৫টা পর্যন্ত এ কর্যক্রম চলবে। এর মধ্যে ঢাকা-১০ আসনে ৭টি এবং ঢাকার বাইরে ৪ আসনে বিক্রি হয়েছে ৫৯টি।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, বগুড়া-১ আসনে ১৬টি, বাগেরহাট-৪ আসনে ৯টি, যশোর-৬ আসনে ১২টি এবং গাইবান্ধা-৩ আসেন ২২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, ঢাকা-১০ আসনের জন্য ফরম সংগ্রহকারীদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল মহিউদ্দিন, বগুড়া-১ আসনে প্রয়াত সংসদ সদস্য আবদুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান শিল্পী ও তাদের ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল, যশোর-৬ আসনে প্রয়াত সংসদ সদস্য ইসমত আরা সাদেকের মেয়ে নওরীন সাদেক, গাইবান্ধা-৩ আসনে প্রয়াত সংসদ সদস্য ইউনুস আলী সরকারের বড় ছেলে ড. ফয়সাল ইউনুস, এবং বাগেরহাট-৪ আসনে প্রয়াত সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের ছেলের বউ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে। পরের দিন শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।