সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
পাইকগাছায় বসতঘরে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির ঘটনায় পথে বসেছে দিনমজুর পরিবার | চ্যানেল খুলনা

পাইকগাছায় বসতঘরে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির ঘটনায় পথে বসেছে দিনমজুর পরিবার

oppo_2

পাইকগাছায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরের বিভিন্ন মালামাল পুড়ে সম্বল হারিয়ে পথে বসেছে দিনমজুর পরিবার। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার গদাইপুরের চেঁচুয়া গ্রামের মৃতঃ আকাম মোড়লের ছেলে দিনমজুর নূর ইসলামের বসত ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে বসত ঘরের চাল, খাট, পরনের কাপড়-চোপড় ও অন্যান্য সহায় সম্পদ পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দিন মজুর নুর ইসলামের পরিবার জানান। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত অসহায় দিনমজুর পরিবার।

ক্ষতিগ্রস্ত নূর ইসলামের বড় ভাই ইনছার মোড়লের স্ত্রী সুফিয়া বেগম জানান, আমাদের বসত ঘরের সামনেই নুর ইসলামের বসত ঘর। আনুমানিক রাত ২ টার দিকে নূর ইসলামের বসতঘরে আগুনের শিখা দেখে আমার শাশুড়ী চিৎকার দিলে বাহিরে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে সকলে মিলে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নুর ইসলামের স্ত্রী রাশিদা বেগম বলেন প্রতিপক্ষদের ভয়ে আমরা পাশ্ববর্তী প্রতিবেশীর বাড়িতে থাকি। মাঝে মধ্যে বসতবাড়িতে ও থাকা হয়। তবে ঘটনার দিন রাতে পরিবারের কেউ আমরা বাড়িতে ছিলাম না এ সুযোগে বসত ঘরে আগুন দিতে পারে বলে ধারণা করছি। আগুনে ঘরের চাল-বেড়া, কাপড়-চোপড় সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে গৃহবধূ রাশিদা জানান।

এ বিষয়ে দিনমজুর নুর ইসলাম জানান, জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ রয়েছে। গত ৫ আগস্টের পর প্রতিপক্ষরা মারপিট সহ আমার পূর্বের দীর্ঘদিনের বাড়ী-ঘর ভাংচুর করেন। যা এলাকার সবাই অবগত আছে। এরপর কোন রকমে থাকার জন্য পুরনো বাড়িতে টিনের চাল-বেড়ার একখানা ঘর বাঁধি। মাঝে মধ্যে এখানে থাকা হয়। আগুনে পুড়ে শেষ সম্বলটুকু শেষ হয়ে যাওয়ায় আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্রের সাথে দুটি বোতল ও টায়ারের অংশ বিশেষ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জের হিসেবে দুর্বৃত্তরা কেরোসিন অথবা পেট্রল জাতীয় দ্রব্য দিয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছি। বিষয়টি থানা পুলিশ কে অবহিত করা হয়েছে বলে নুর ইসলাম জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী পদক্ষেপের প্রস্তুতি চলছিল।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় প্রকাশ্যে জুয়ার টিকিট বিক্রি, আটক ১৬

কয়রায় ৩৪ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতির ইন্তেকালে খুলনা বিএনপির শোক

পুলিশ হবে নিরপেক্ষ, সে কোন রাজনৈতিক দলের হবে না

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সাথে খুবির এমওইউ স্বাক্ষর

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিমসহ গ্রেপ্তার ৫

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।