পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। রোববার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম কচি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান। বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, হরেকৃষ্ণ দাশ, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক নিজাম উদ্দীন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, কবিন্দ্রনাথ রায়, ইদ্রিস আলী, সুভাষ চন্দ্র রায়, প্রভাষক এস রোহতাব উদ্দীন, সুষ্মিতা সরকার, খানজাহান আলী, সাংবাদিক হেন্দু বিকাশ, বি সরকার, এন ইসলাম সাগর, প্রমথ রঞ্জন সানা, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, ইমদাদুল হক, খোরশেদ আলম, রোভার স্কাউটস নয়ন মনি বিশ্বাস ও সুজয় সাহা।