চ্যানেল খুলনা ডেস্কঃবাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র পাইকগাছার বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে কাঁকড়ার পোনা উৎপাদনে সাফল্য অর্জন করেছেন। দেশে প্রথম বারের মত হ্যাচারীতে উৎপাদিত কাঁকড়া পোনা মাঠ পর্যায়ের চাষীদের মাঝে বিতরণ করার উদ্যোগ নেন কেন্দ্রের গবেষকরা। বুধবার সকালে লোনাপানি কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার বিভিন্ন চাষীদের মাঝে আনুষ্ঠানিকভাবে কাঁকড়ার পোনা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমানের সভাপতিত্বে ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কয়রার ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কুমারেশ সানা, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। বক্তব্য রাখেন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্ল্যা এমএনএস মামুন সিদ্দিকী, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস, ডাঃ শংকর দেবনাথ, প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, চাষী তারক চন্দ্র সানা, আব্দুর রহমান, কমল মন্ডল, তাপস মন্ডল, মনোজ মন্ডল ও সুশান্ত সরদার।