পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার জিরো পয়েন্টে অবস্থিত চলন্তিকা সংঘের সদস্যদের আয়োজনে শুক্রবার দুপুরে মতবিনিময় সভা ও পাইকগাছা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি মন্দিরে সোনাতন ধর্মালম্বীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষথেকে দরিদ্র মহিলাদের মাঝে শাড়ী ও মন্দির কমিটির নিকট নগদ অর্থ বিতরণ করেন। এর পর তিনি পাইকগাছা পৌরসভার কেন্দ্রীর হরিতলা মন্দির ও বাজার মন্দিরে নগদ অর্থ বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা এ্যাড. ফরিদ আহম্মেদ, অসিত বরণ বিশ্বাস, আনোয়ার ইকবাল মন্টু, রশিদুজ্জামান মোড়ল, সমিরণ কুমার সাধু, আনন্দ মোহন বিশ্বাস, নির্মল চন্দ্র অধিকারী, জি এম ইকরামুল ইসলাম, নির্মল বিশ্বাস, খাইরুল আলম,রবিন্দ্র নাথ রায়, তৃপ্তি রঞ্জন সেন, জগদিশ রায়, দেব্রত রায় দেবু, অখিল মন্ডল, জি এম মিজানুর রহমান মিজান, প্রভাষক মোস্তাফিজুর রহমান, দিপঙ্কার শীল, রমেশ মন্ডল, মফিজুল ইসলাম, দিপক মন্ডল, প্রভাষক মিরনময়, পার্থ প্রতিম চক্রবর্তী, আনোয়ার ইসলাম প্রমুখ।