পাইকগাছা:- উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাইকগাছা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জাইকার অর্থায়নে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে নিরাপদ মাংস বিক্রয়ের জন্য মাংস বিক্রেতাদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কসাইদারদের গবাদি-প্রানী জবাইয়ের নিয়মাবলী, জবাই স্থানের পরিবেশ, জবাই পরবর্তী কার্যক্রম ও আইন ভঙ্গের সাজার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এস এম কামরুল আবেদীন, সাংবাদিক আব্দুল আজিজ সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জাইকার প্রতিনিধিগণ ও ৪০জন মাংস বিক্রেতা ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন।