পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি :: পাইকগাছার লস্কর ইউপির ৪৮৫ জেলে পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ হয়েছে। আজ মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ ভবনে চাউল বিতরণ উদ্বোধন করেন। লস্কর ইউপি চেয়ারম্যান
কে এম আরিফুজ্জামান তুহিন। বিতরণ কালে ইউপি চেয়ারম্যান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য যে পরিমাণ খাদ্য সামগ্রী ও সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন যার জন্য মানুষ আজ এসব পাচ্ছে আমি লস্কার ইউনিয়নের চেয়ারম্যান ও আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। চাউল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জি এম তাজউদ্দিন আহম্মেদ, ইউপি সদস্য রমেছা বেগম টুকু, হাসানুজ্জামান, হারুন জমাদ্দার, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, প্রকাশ চন্দ্র মন্ডল, অরোবিন্দু কুমার মন্ডল, আসাফুর রহমান, ফারুক হোসেন, ইউপি সচিব ফারুক হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।