পাইকগাছায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। জব্দ কৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৪০ হাজার মিটার সরকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং কারেন্ট জাল বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ী কে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৭ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওছার আকন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার উপস্থিত ছিলেন।