সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
পাইকগাছায় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন -২০২৩ উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।

ভার্চুয়াল সংযুক্ত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন, ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। স্বাস্থ্য পরিদর্শক নুর আলী মোড়ল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রণ ডা. রাকেশ মন্ডল। বক্তব্য রাখেন , সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, এম টি ই পি আই সাহানারা পারভীন, সহ স্বাস্থ্য পরিদর্শক মো. রুহুল কুদ্দুস, মো. মফিজুল ইসলাম, মনিরুজ্জামান, হালিমা পারভীন, প্রজিত রায়, মাওলানা আবু সাদেক, মানিক চন্দ্র পাল।

এসময়ে দশ ইউনিয়ন ও পৌরসভার দায়িত্ব প্রাপ্ত পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মুল, শিশু পুষ্টি প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী ৪৮২ জন স্বেচ্ছাসেবক ২৪১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এবার মোট উদ্দিষ্ট শিশুর লক্ষ্যমাত্রা ২৪,৪৫৭ জন। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস পযর্ন্ত ২৫৭২ জন, ১ বছর থেকে ৫ বছরে নীচে ২১,৮৮৫ জন। এসকল বিষয়ে অবহিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার। তিনি জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ভেদাভেদ ভূলে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠায় সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মাওঃ রফিকুল

খুবিকে ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় হিসেবে, গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা

বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি : আজিজুল বারী হেলাল

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সকলকে সর্তক, সজাগ থাকতে হবে: তুহিন

নিশ্চিত মৃত্যু যেনেও ১০ হাজার টাকার বিনিময়ে বায়ুপথে ইয়াবা বহন আটক এক

খুলনা বিভাগীয় বইমেলা শুরু ২৬ নভেম্বর, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।