সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
পাইকগাছায় ভূমিহীন ও গৃহহীন ৩৫ পরিবারের মাঝে ঘর হস্তান্তর | চ্যানেল খুলনা

পাইকগাছায় ভূমিহীন ও গৃহহীন ৩৫ পরিবারের মাঝে ঘর হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় খুলনার পাইকগাছা উপজেলায় আশ্রয়হীন ৩৫ টি পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় ঘর ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। এর মধ্যে পাইকগাছা উপজেলার গড়ইখালীতে ৩৫ টি পরিবার এ ঘর ও জমির দলিল পেয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর পক্ষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে এসব ঘর ও দলিল হস্তান্তর করেন।

সারা বাংলাদেশে একযোগে ৭০ জেলায় ১৮৫৬৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে উক্ত গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রমের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার বৈদ্য, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু। এসময় আরও উপস্থিত ছিলেন, গড়ুরখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সমাজসেবা অফিসার অনাথ কুমার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা সমবায় অফিসার হুমায়ুন কবির, বীরমুক্তিযোদ্ধা আঃ গফুর, রনজিত কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

এসময়ে উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, বাশারুল ইসলাম ও জেসমিন আক্তার এসময়ে তাহারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। উল্লেখ্য, ৫ম পর্বের ৩৫ টা ঘর উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আবাসন প্রকল্পের বাসিন্দাদের কাছে হস্তান্তরের মধ্যে দিয়ে এ উপজেলায় মোট ৮১৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

‘লংমার্চ টু ঢাকা’র আলটিমেটাম কারিগরি শিক্ষার্থীদের

ডুমুরিয়ায় ভ্যান চালক মিলন হত্যার ৫ আসামীর আদালতে দায় স্বীকার

খুলনা জেলা ওয়াকিং গ্রুপ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সভা

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দীর্ঘমেয়াদি অংশীদারিত্বভিত্তিক উদ্যোগ : উপাচার্য

জি‌রোপ‌য়ে‌ন্টে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

‘ভিসি’র পদত্যাগের দাবি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।