সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
পাইকগাছায় মুজিববর্ষে গৃহহীন ২২০ পরিবার পাচ্ছে জমি সহ ঘর প্রেস ব্রিফিংয়ে এমপি-বাবু | চ্যানেল খুলনা

পাইকগাছায় মুজিববর্ষে গৃহহীন ২২০ পরিবার পাচ্ছে জমি সহ ঘর প্রেস ব্রিফিংয়ে এমপি-বাবু

পাইকগাছা : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ে পাইকগাছায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাইকগাছা-কয়রা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।

প্রেস ব্রিফিংয়ে এমপি বাবু বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার ভূমিহীন ও গৃহহীন ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান এবং ৩ হাজার ৭ শত ১৫ পরিবারকে জমি সহ ব্যারাকে পূনর্বাসনের ব্যবস্থা করেছেন। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লক্ষ ৭১ হাজার টাকা। ঘর প্রদানের ক্ষেত্রে যে সকল ভূমিহীন -বিধবা,স্বামী পরিত্যাক্তা,প্রতিবন্ধী, ভিক্ষুক এবং অস্বচ্ছল মুক্তিযোদ্ধা তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।

প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন,পাইকগাছা উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর, চাঁদখালী, গড়ইখালী ইউনিয়নে সর্বমোট ২২০ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর প্রদত্ব ১লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে নির্মিত ঘর ও ২ শতক জমি রেজিস্ট্রি পূর্বক নাম পত্তন কাগজ পত্র বুঝিয়ে দেয়া হবে । প্রধানমন্ত্রী ২৩ জানুয়ারী তারিখে এ ঘর পাইকগাছা সহ দেশ ব্যাপী ভূমিহীনদের বুঝিয়ে দিবেন ।

প্রেসব্রিফিং এর সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, লিপিকা ঢালী , চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কওসার আলী জোয়ারদার, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান,রিপন কুমার মন্ডল, চিত্ত রঞ্জন মন্ডল, সহ রাজনৈতিক ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা প্রেসবিফিংয়ে উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

নাগরিক জীবনের দূর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও সুপরিকল্পিত দীর্ঘসূত্রিতা দায়ি : তুহিন

ডুমুরিয়ায় ফার্টিলাইজার রিটেইলারদের ট্রেনিং

দাকোপে জোর পূর্বক ধান কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দাকোপে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান

দাকোপে সরকারি জায়গায় পাকা স্থাপনা গড়ে উঠলেও প্রশাসন নীরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।