পাইকগাছায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে কপিলমুনি বধ্যভূমি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা থানা, কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতি, কপিলমুনি কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যমন্দির, কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
একই স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি ওবাইদুর রহমান, ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, আব্দুর রহমান, সঞ্জয় মন্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, আব্দুর রহমান, শেখ জামাল হোসেন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, প্রভাষক রেজাউল করিম, আওয়ামী লীগনেতা শেখ ইকবাল হোসেন খোকন, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, নিসচা সহ-সভাপতি শেখ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম, শিক্ষার্থী নাদিরা কিরণ, রাখি বিশ^াস, অহনা রহমান ও নাদিরা সুলতানা লিমু।