সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
পাইকগাছা কয়রার উন্নয়নে কৃষি ও পরিবেশ ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : এমপি রশীদুজ্জামান | চ্যানেল খুলনা

পাইকগাছা কয়রার উন্নয়নে কৃষি ও পরিবেশ ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : এমপি রশীদুজ্জামান

oppo_2

oppo_2

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রা আর অবহেলিত থাকবে না। উপক‚লীয় এ জনপদের উন্নয়নে কৃষি ও পরিবেশ ভিত্তিক নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সব পরিকল্পনা বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন ঘটবে। পর্যায়ক্রমে এখানকার সকল নদ-নদী ও সরকারি খাল খনন করে কৃষি ফসল উৎপাদনের অনুক‚ল পরিবেশ তৈরী করা হবে। সবুজ ফসলে ভরে যাবে এখানকার কৃষি জমি। প্রাণ ফিরে পাবে পরিবেশ ও প্রকৃতি। কৃষি ভিত্তিক কর্মসংস্থান তৈরী হবে। কোন মানুষকে এলাকা ছেড়ে কাজের সন্ধানে অনত্র যাওয়া লাগবে না। নিজ জন্মভুমিতে পরিবার পরিজন নিয়ে প্রতিটি মানুষ উন্নত জীবনযাপন করবে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা সহ সকল শ্রেণি পেশার মানুষের সমন্বয়ের মাধ্যমে এ সব পরিকল্পনা বাস্তবায়ন ও সকল উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে হবে। কোন ভাবেই যেন উন্নয়ন ব্যাহত না হয় এবং কোন মানুষ যাতে সরকারি সেবা থেকে বঞ্চিত না হয় সে দিকে সবাইকে লক্ষ রাখতে হবে।

তিনি সোমবার সকালে পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভ‚মি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ^াস, আব্দুল্লাহ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রণজিৎ সরকার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকৌশলী শাফিন শোয়েব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, তথ্য সেবা কর্মকর্তা তন্বী দাশ, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ ও এম মোসলেম উদ্দীন আহম্মেদ।

সভায় দেলুটী ইউনিয়নের ডিহিবোড়া নদীর ইজারা বাতিল ও উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা সিদ্ধান্ত গৃহিত হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

রক্তাক্ত কুয়েট শিরোনামে ফুটে উঠেছে হামলাকারি এবং আহতদের ছবি

একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে

ডুমুরিয়ায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন

রাজস্ব বৃদ্ধি ও ভোগান্তি লাঘবে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে : এনবিআর চেয়ারম্যান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।