আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। যার অংশ হিসেবে রাজধানী ইসলামাবাদের বিভিন্ন সড়কে এরই মধ্যে অবস্থান নিয়ে আছেন হাজার হাজার বিক্ষোভকারী।
এমনই এক সময় প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সোমবার (৪ নভেম্বর) করাচিতে সাংবাদিকদের আলাপকালে তিনি এই কথা বলেন। খবর ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউনের’
ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘ইমরান খান এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে বড় ও প্রকৃত নেতা। গোটা বিশ্বে প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার জন্য তার (ইমরান খান) চেয়ে ভালো আর কোনো নেতা নেই।পাক মন্ত্রী আরও বলেন, ‘নেতা হিসেবে যেহেতু ইমরান খানের আর কোনো বিকল্প নেই, তাই তাকে আগামী পাঁচ বছর কাজ করতে দিন।’
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে তার পদ থেকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিল বিরোধীরা। বিশেষ করে জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের প্রধান মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী ইমরানকে ‘পাকিস্তানের গর্বাচেভ’ উল্লেখ করে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান।এত কিছুর পরও নিজের মেয়াদ শেষের আগ পর্যন্ত পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। মূলত এর পরপরই জোটের পরবর্তী করণীয় ঠিক করতে সকল বিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্মেলন আয়োজনের আহবান করেছিলেন মাওলানা ফজলুর রহমান।
যার অংশ হিসেবে গত সোমবার টানা চতুর্থ দিনের মতো বিরোধী দলগুলো ‘আজাদি মার্চ’ নামে বিক্ষোভে অংশ নেয়। যাতে এরই মধ্যে সমর্থন জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লীগ (এন), পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টি, ন্যাশনাল পার্টি, কওয়ামী ওয়াতান পার্টি এবং আওয়ামী ন্যাশনাল পার্টির মতো বড় দলগুলো।