চ্যানেল খুলনা ডেস্কঃপাকিস্তান থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় এসে পৌঁছেছে।বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পেঁয়াজবাহী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানায়, পাকিস্তানের শহর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইট ৮২ টন পেঁয়াজ নিয়ে ঢাকায় এসেছে। দেশটি থেকে আমদানি করা পেঁয়াজের এটি প্রথম চালান। উড়োজাহাজটি ঢাকায় বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে শুল্ক কার্যক্রম সম্পন্নের কাজ শুরু হয়েছে।
আরও জানা যায়, উড়োজাহাজ থেকে দ্রুত পেঁয়াজ নামাতে সংশ্লিষ্টরা ব্যস্ত রয়েছে। করাচি থেকে পেঁয়াজ নিয়ে উড়োজাহাজটি ঢাকায় আসার আগে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেছিলেন, পেঁয়াজ খালাসের জন্য ২৪ ঘণ্টা আমাদের টিম প্রস্তুত রয়েছে। পেঁয়াজ বিমানবন্দরে পৌঁছা মাত্রই শুল্ক কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করা হবে।
বিমানের এ কর্মকর্তা জানান, এসব পেঁয়াজে কোনো ধরনের শুল্ক চার্জ ধরা হবে না। সম্পূর্ণ ফ্রিতে এসব পেঁয়াজের চালান খালাস করা হবে।