সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
পাটকেলঘাটার কৃষি মেলার নামে চলছে অশ্লীল নৃত্য, অবৈধ জুয়ার আসর! | চ্যানেল খুলনা

পাটকেলঘাটার কৃষি মেলার নামে চলছে অশ্লীল নৃত্য, অবৈধ জুয়ার আসর!

সাতক্ষীরার তালা উপজেলার কুটিঘাটায় কৃষিমেলার নামে চলছে অশ্লীল নৃত্য আর অবৈধ জুয়ার আসর। কৃষিমেলা নামকরণ হলেও কৃষি সংশ্লিষ্ট ষ্টল বা পণ্যের কোন সম্পৃক্ততা মেলেনি।
যাত্রাপালা ও পুতুল নাচের নামেও চলছে জীবন্ত মেয়েদের উলঙ্গ নৃত্য। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার বহিরাগত জুয়াড়ীর আনাগোনা চলছে এই কৃষি মেলায়।

জানা গেছে, তালা উপজেলার ধানদিয়া কুঠিঘাটা বাজারের অদূরে একটি মাঠের মধ্যে ১০ ফেব্রুয়ারি থেকে ৭ দিনের জন্য কৃষিমেলার অনুমোদন দেয় প্রশাসন। কিন্তু কৃষি মেলায় অনুমোদন নিয়ে একটি প্রভাবশালী মহল অবৈধ জুয়ার আসর বসিয়েছে। সাথে রয়েছে অশ্লীল নৃত্যের সংস্কৃতি অনুষ্ঠান।

সরেজমিন গিয়ে দেখা যায়, মেলার মাঠে তেমন কোন দোকান পাট নেই। নেই কৃষি সংশ্লিষ্ট কোন উপকরণ। মাঠের দু’ধারে দুটি যাদু প্রদর্শনী একটি যাত্রা মঞ্চ থাকলেও সেখানে যাত্রা বা যাদু কোনটাই প্রদর্শনী চলে না। সেখানে শুধুই চলে অশ্লীল নৃত্য।

পেছনের বাগানে চলছে কয়েক প্রকারের জুয়ার বোর্ড। জুয়ার আসরে টাকা খুইয়ে সর্বশান্ত হচ্ছে জুয়াড়ীরা। ফলে এলাকায় চুরি ছিনতাই বাড়ছে বলেও অভিযোগ এলাকাবাসীর।
কথা হয়, পরিচালনা কমিটিতে থাকা তুহিন হোসেনের সাথে। তিনি বলেন, আমাদের মাঠ চালাতে দেন, আপনাদের ব্যবস্থা করবো। অবৈধ টাকা উপার্জনের আশায় মাঠটি কিনেছেন রাসেল নামের এক ব্যক্তি। তিনি আরো জানান, সবাইকে টাকা দিয়ে ম্যানেজ করেই এসব করছি।
ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, মেলায় অশ্লীলতা আর জুয়া খেলা ছাড়া জণকন্যাণের কোন কিছুই নেই। বহিরাগত জুয়াড়ীদের কারণে এলাকার আইন শৃংখলা অবনতি হচ্ছে। আমি জেলা প্রশাসকের নিকট মেলাটি বন্ধের আবেদন করেছি।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, মেলায় এরকম হওয়ার কথা নয়। তবে আমি আভিযোগ পেয়েছি আজ সরেজমিন দেখে ব্যবস্থা নিবো।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

আন্দোলনের পরীক্ষিত সৈনিকদের নিয়েই কমিটি গঠন করতে হবে : হাবিব

তালা যুব পানি কমিটির সভা শেষে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান

তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ

ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কেনা যাবে না

সাতক্ষীরার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরি উন্নয়নে বই বিতরণ

তালায় খেশরা ইউনিয়নের কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।