চ্যানেল খুলনা ডেস্কঃ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহানগরীর খালিশপুর বিআইডিএস রোড, পিপলস মিল গেট, নতুন রাস্তা মোড়, দৌলতপুর বিএল কলেজ গেট হয়ে ক্রিসেন্ট মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন, সিবিএ নেতা হুমায়ুন কবির খান, মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী, দ্বীন ইসলাম, মো. মুরাদ হোসেন রহমানসহ বিভিন্ন মিলের শ্রমিক নেতারা বক্তৃতা করেন। বক্তারা পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরী নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।