আন্তর্জাতিক ডেস্কঃপারস্য উপসাগরে চলমান উত্তেজনা নিরসনে জাতিসংঘে একটি প্রস্তাবনা পেশ করেছে রাশিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে এ বিষয়ে দুটি চিঠি দিয়েছে মস্কো।মঙ্গলবার রুশ বার্তা সংস্থাগুলো জাতিসংঘে রাশিয়ার চিঠি পাঠানোর খবর নিশ্চিত করেছে।হরমুজ প্রণালীতে ইরান কর্তৃক ব্রিটেনের তেল ট্যাংকার আটকের পর থেকেই এ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। সে হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলের সম্মিলিত নিরাপত্তার বিষয়ে জাতিসংঘে এ পরিকল্পনা পেশ করেছে রাশিয়া।
জাতিসংঘে পাঠানো মস্কোর চিঠিতে পারস্য উপসাগরীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিনের সংকট নিরসনের মাধ্যমে এ অঞ্চলে নিরাপদ ও স্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য বর্তমান অবস্থায় শক্তিশালী এবং কার্যকর পদক্ষেপ নেয়া দরকার। প্রতিবেশীসুলভ সম্পর্ক ও টেকসই উন্নয়নই এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।
পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য বাইরের দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনারও আহ্বান জানানো হয়েছে রাশিয়ার চিঠিতে।
এজন্য আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা সংস্থাকে আলোচনায় সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে রাশিয়া প্রস্তুত বলেও জাতিসংঘে পাঠানো চিঠিতে জানিয়েছে মস্কো।