সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ খন্ডন করলেন আ’লীগ নেতা আশরাফ | চ্যানেল খুলনা

আমার নামে দেশের কোন ব্যাংকে এফডিআর নাই

পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ খন্ডন করলেন আ’লীগ নেতা আশরাফ

চ্যানেল খুলনা প্রতিবেদকঃ খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলামের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে জনৈক ব্যাক্তির সংবাদ সম্মেলনের অর্ধশত বাড়ি ও জমি দখলের অভিযোগ করে । আজ রবিবার দুপুরে এক জর্ণাকীন সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আশরাফ তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেছেন।
তিনি বলেন, ছাত্রজীবন থেকেই চায়নিজ রেস্টুরেন্ট খুলে প্রথমে ব্যবসা শুরু করি,তারপরে মেসার্স সাকিব কন্সট্রাকশন নামে সততার সাথে ব্যবসাযী প্রতিষ্ঠানের মাধ্যমে ঠিকাদারী ব্যবসা করে আসছি। বর্তমানে পার্টনারশীপের মাধ্যমে ঠিকাদারী ব্যবসা চালু আছে এবং সরকারের ভ্যাট ও ট্যাক্স নিয়মিত প্রদান করে আসছি। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, বাংলাদেশের কোন ব্যাংকে আমার বা আমার পরিবারের কোন সদস্যদের নামে কোন এফডিআর থাকে তবে আমি যে কোন শাস্তি মেনে নেব। এছাড়া আমি কারো জমি বা বাড়ি কোনদিনই দখল করি নাই বা আমার নামে এধরনের কোন অভিযোগে মামলা মোকদ্দমাও হয় নাই। তিনি জানান, তাদের পরিবারের ভাইবোন সকলেই অধ্যাপক, ব্যাংক কর্মকর্তা এবং পৃথক পৃথক পরিবার হেতু তাদের নিজেদের বাড়িঘর থাকা স্বাভাবিক।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রাজনীতির পাশাপাশি স্কুল, কলেজ,মাদ্রাসা, মসজিদ কমিটিতে থেকে জনসেবা করে জনপ্রিয়তা অর্জন করেছি, একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালনোর কৌশল হিসেবে মিথ্যা সংবাদ সম্মেলনে কাল্পনিক ও মিথ্যা অভিযোগ করে স্বার্থসিদ্ধি করার পায়তারা চালাচ্ছে। অপর এক প্রশ্নে তিনি জানান, আমার নিজ নামে নিজখামার এলাকায় কোন ১০০ একর জমি নাই, নাই একাধিক কোন সরকারী প্লট, আমার মালিকানায়কোন নিজ দোকানঘরও নাই। তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনা সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সময়ে এই চক্রটি নানা ধরনের অপপ্রচারের কৌশল নিচ্ছে ফায়দা হাসিলের জন্য ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খালিশপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব একেএম ছানাউল্লাহ নান্নু, খালিশপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাসার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ,৯নং ওয়ার্ড কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার, খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের সভাপতি- সাধারন সম্পাদক, থানা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন জুট মিলের সিবিএ-নন সিবিএনেতৃবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা থেকে রূপসা ও কপোতাক্ষ ট্রেনের যাত্রা বাতিল

হাসিব হত্যা মামলায় ২১ জ‌নের যাবজ্জীবন

খুলনায় এক লাখ চার হাজার ৭১ কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে

মহানগরে চোরাই মোটর সাইকেলসহ একজন গ্রেপ্তার

এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই আবহাওয়ায় বেড়ে উঠেছে : আজিজুল বারী হেলাল

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।