সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা ও লাঠিচার্জ : আহত ২০ | চ্যানেল খুলনা

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা ও লাঠিচার্জ : আহত ২০

পিরোজপুর প্রতিনিধি :: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবি’র মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারনের মধ্যে পণ্য সরবরাহের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করছে পিরোজপুর জেলা বিএনপি। সমাবেশে যোগদানকালে পুলিশের লাঠিচার্জে ২০ নেতাকর্মী আহত হবার অভিযোগ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। বুধবার বিকেলে ডাকঘর সড়কে জেলা বিএনপি’র অফিস চত্বরে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেনসহ যুব দল, ছাত্রদল,মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিতে গিয়ে হামলায় তারা আহত হন বলে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচী হিসাবে আজ বিকালে পিরোজপুর জেলা বিএনপি’র উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের শাসক দলের নেতা-কর্মীরা সহ পুলিশ হামলা চালিয়ে আহত করেন।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন কুমার জানান, শহরের পৃথক পৃথক হামলায় ছাত্রদলের কম পক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে কালিবাড়ি এলাকায় বসে ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মুহিত হোসেন ফকিরের পা ভেঙ্গে গেছে।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন বলেন, ‘সরকার আজ দেশে লুট-পাট ও বিরোধী মতাদর্শদের উপর দমন নীতি চালিয়ে ক্ষমতা দখল করে আছে। দেশটি আজ লুট-পাটের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। পুলিশ দিয়ে বিরোধীদের হয়রানী করা সহ তাদের ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালিয়ে নি:স্ক্রীয় করতে চাচ্ছে। সারা দেশে আজ সরকারের বিরুদ্ধে সকলে ফুঁসে উঠেছে। সরকার দলের নেতা-কর্মীরা ছাড়া দেশের কেহই আজ ভালো নাই’।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

‘তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে’—হুমকির ৩ দিন পরেই বাবলাকে হত্যা

গলায় জুতার মালা ঝুলিয়ে গাছে বেঁধে রাখল মুক্তিযোদ্ধাকে

মায়ের সামনেই ঘুমন্ত শিশুর বুকে ছুরি চালাল বাবা

কুড়িগ্রাম-৪ আসনে বড় ভাই বিএনপির প্রার্থী, ছোট ভাই জামায়াতের

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় খাবার হোটেলে কাজ করছিল

চট্টগ্রামে দুর্ঘটনার শিকার পুলিশ বাস, নারী সদস্যসহ আহত ২০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।