চ্যানেল খুলনা ডেস্কঃআরটি-পিসিআর পরীক্ষার ফলাফলেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস নেগেটিভ এসেছে। এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট দিয়ে পরীক্ষাতেও একই ফলাফল আসে। বর্তমানে ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং কৃত্রিম অক্সিজেন ছাড়াই তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন বলে জানা গেছে।
আজ সোমবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মামুন মুস্তাফির বরাত দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন করোনামুক্ত। তবে, নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন। গণস্বাস্থ্য নগর হাসপাতালের কেবিনে থেকেই চিকিৎসা নিচ্ছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনা শনাক্ত হয়।