মার্কিন সতর্কবার্তার পরও রাশিয়া সফর করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দেশটির দ্বিতীয় বৃহত্তম ও পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি পুতিনকে বিজয়ের আশ্বাস দেন।
রাশিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসনে শত্রুদের মোকাবিলা করে রাশিয়া জয়ী হবে। এ বিষয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দৃঢ়ভাবে আশ্বস্ত করেছেন।
কিমকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাশিয়ার সেনারা অবশ্যই বিশাল জয় অর্জন করবে। তারা এ যুদ্ধের মাধ্যমে শয়তানদের শাস্তি দেবে।
ইউক্রেন যুদ্ধের বিষয়ে কিম বলেন, আমার গভীরভাবে আশাবাদী যে, রাশিয়ার সেনা এবং রুশ জাতি এ যুদ্ধে ঐতিহাসিকভাবে জয় পাবে। এর ফলে তারা বিশ্বব্যাপী অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এবং রাশিয়ার জন্য নতুন করে সম্মান এনে দিবে।
এর আগে উত্তর কোরিরার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত রোববার নিজের ব্যক্তিগত ট্রেনে চেপে রাশিয়ার উদ্দেশে রওনা হন কিম। তার সফরসঙ্গী হিসেবে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।
কিমের এই সফর সংশ্লিষ্ট একটি রাশিয়ান সূত্র রয়টার্সকে জানায়, মঙ্গলবার সকালে রাশিয়ায় পৌঁছেছেন উত্তরের প্রেসিডেন্ট কিম। এরপর ট্রেন থেকে নেমে তিনি রাশিয়ার দূরপ্রাচ্যের প্রধান রেলস্টেশন খাসানে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। রাশিয়ায় কিমের আগমনের বিষয়টি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনেও দেখানো হয়েছে।