চ্যানেল খুলনা ডেস্কঃকরোনায় ঈদ উপহার হিসেবে ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্রদের আড়াই হাজার টাকা করে দিয়েছেন।এই তালিকা নিয়ে সারা দেশে যখন সমালোচনার ঝড় বইছে, মেম্বর চেয়ারম্যানরা তাদের নিজস্ব লোকের নাম দেয়া সহ একই মোবাইল নাম্বার কয়েকবার দেয়ার অভিযোগ রয়েছে কিছু কিছু চেয়ারম্যানের বিরুদ্ধে।
এছাড়া ইউপি মেম্বার চেয়্রাম্যানরা যখন কারচুপির করার কারণে তালিকা জন সম্মুখে প্রকাশ করতে সাহস করেন নাই, জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি করেছেন,বিতর্কিত হয়েছেন জন প্রতিনিধিরা।ঠিক সেই মুহূর্তে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নং চেচরীরামপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ফরাজী প্রধানমন্ত্রীর ২৫০০ টাকার তালিকা ইউনিয়ন পরিষদের বোর্ডে ঝুলিয়ে দিয়ে, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে চেচরীরামপুর ইউনিয়ন বাসীর হৃদয়ের মনি কোঠায় জায়গা করে নিলেন।
এ প্রসঙ্গে চেয়ারম্যান জাকির বলেন, জন প্রতিনিধিদের কাছে জবাবদিহিতা জনগণের অধিকার।আমি নেতা হতে আসিনি একজন সেবক হিসেবে মানুষের কল্যানে কাজ করতে চাই, বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা বিনির্মানে ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড পর্যন্ত কাজ করতে চাই, এজন্য আমি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী আমাকে নমিনেশন নিয়েছেন ইউনিয়ন বাসীর সেবা করতে, জনগণের জান মালের নিরাপত্তা বিধান করতে। বাংলাদশের প্ৰত্যেক জন প্রতিনিধিকে আমি অনুরোধ করব জনগণের জবাব দিহিতা নিশ্চিত করা সহ তাদের হক বুঝিয়ে দিয়ে সকল বিতর্কের বাইরে থাকার জন্য।